স্ত্রীর কথা শুনে ক্ষেপে গিয়ে মাকে মারধর করে রাস্তায় ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে ছেলে জাহিদুলের বিরুদ্ধে।
বুধবার (১০ জুন) সন্ধ্যায় জয়পুরহাটের পাঁচবিবির চেঁচড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, মৃত নিয়ামত আলীর ছেলে জাহিদুল প্রায়ই তার অসহায় মাকে মারধর করে। আজকেও স্ত্রীর কথা শুনে ময়ের উপর চড়াও হয় সে। মাকে কিল-ঘুষি মেরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। আহত অবস্থায় মসজিদের পাশে রাস্তায় পড়ে ছিলেন অসহায় মা।
পাঁচবিবি উপজেলার ১নং বাগজানা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক জানান, জাহিদুল তার মাকে মারধর করেছে এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। জাহিদুলকে আটকের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’