পিরোজপুরের নেছারাবাদে বাগান থেকে মাল্টা চুরির অভিযোগে তিন শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে।
এ ঘটনায় নির্যাতনের শিকার এক শিশুর বাবা শনিবার(১৩ জুন) রাতে নেছারাবাদ থানায় মামলা করেন। রাতেই পুলিশ নির্যাতনকারী বাগানের মালিক জব্বার মিয়া (৬০) ও তার ছেলে হাসানকে (৩২) গ্রেপ্তার করেছে ।
স্থানীয়রা জানায়, গতকাল উপজেলার বলদিয়া ইউনিয়নের চামী গ্রামের তিন শিশু স্থানীয় আব্দুল জব্বার মিয়ার বাগান থেকে কয়েকটি মাল্টা পাড়ে।বিষয়টি দেখতে পেয়ে জব্বার মিয়ার ছেলে হাসান ওই শিশুদের চড়থাপ্পর দেন এবং তার বাবাকে খবর দেন। জব্বার মিয়া এসে ওই শিশুদের একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে জুতাপেটা করেন। পরে বিকেলে ওই শিশুদের নির্যাতনের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে । এরপর তাদেরকে উদ্ধার করে নেছারাবাদ থানা পুলিশ। এ ঘটনায় নির্যাতনের শিকার এক শিশুর বাবা শিশু নির্যাতন আইনে মামলা করেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, মামলা করার পরই আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে । রোববার তাদের আদালতে পাঠানো হবে ।’