রাজবাড়ী সদর হাসপাতালে করোনাভাইরাস সন্দেহে আইসোলেশন ইউনিট থেকে ৬০ বছর বয়সী এক সবজি ব্যবসায়ীকে ঢাকায় আনার পর মারা গেছেন। মঙ্গলবার সকালে তাকে ঢাকায় আনা হয়েছিল। রাতে তিনি মারা যান।
তিনি রাজবাড়ীর পৌরসভার ৬নং ওয়ার্ডের টিএনটি পাড়ার বাসিন্দা।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, করোনা সন্দেহে ঢাকায় পাঠানো ব্যক্তি মারা গেছে। তবে তাকে ঢাকা থেকে জানানো হয়েছে, ওই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হননি। তিনি টিবিসহ যেসব জটিল রোগে আক্রান্ত ছিলেন, সে রোগেই মারা গেছেন।
সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঠাণ্ডা, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, শরীরর ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন এক সবজি ব্যবসায়ী। পরে তার স্বাস্থ্য পরীক্ষা এবং এক্সে করা হয়। সার্বিক অবস্থা বিবেচনা করে তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়।