ভারতের কাছে ২০১১ বিশ্বকাপের ফাইনাল বিক্রি করে দিয়েছে শ্রীলঙ্কা। ২০১৭ সালে এমন অভিযোগ এনেছিলেন দেশটির একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। এবার একই সুরে কথা বলছেন দেশটির সাবেক ক্রীড়া মন্ত্রী মাহিন্দানান্দা অতুলগামাগে।
আজ (১৮ জুন) শ্রীলঙ্কার কলম্বোতে সিরাসা টিভিতে দেওয়া এক সাক্ষাতকারে এমন অভিযোগ তুলেছেন দেশটির সাবেক এই ক্রীড়া মন্ত্রী। তিনি ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশটির ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সিরাসা টিভিকে অতুলগামাগে বলেন, ‘আমি আপনাদের আজ বলছি, আমরা ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছি। আমি নিজে সে সময় ক্রীড়া মন্ত্রী ছিলাম। সেই আমি বিশ্বাস করি সেই বিশ্বকাপ ফাইনাল বিক্রি হয়েছিল।’
বর্তমানে জ্বালানী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা অতুলগামাগের কাছে জানতে চাওয়া হয়, জানা সত্ত্বেও কেন তিনি তখন এর বিরুদ্ধে কথা তোলেননি। কেন ৯ বছর পর এসে এমন সত্য সামনে নিয়ে আসলেন। এর উত্তরে অবশ্য আশাজনক কিছুই বলেননি অতুলগামাগে। তিনি বলেন, ‘সেসময় আমি আসলে ষড়যন্ত্রটা প্রকাশ করতে চাইনি।’
এরপর সাবেক এই ক্রীড়া মন্ত্রী আরও যোগ করেন, ‘২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে আমরাই জয়লাভ করতাম। কিন্তু ম্যাচটা আমরা বিক্রি করে দিয়েছিলাম। আমার এখন মনে হচ্ছে, এই বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি। খেলোয়াড়দের সাথে আমার তখন যোগাযোগ ছিল না। তবে কিছু বিভাগ এতে জড়িত ছিল।’
২০১১ বিশ্বকাপের সেই ফাইনালে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় ভারত। সেই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে মাহেলা জয়াবর্ধনের শতকে ফাইনালের রেকর্ড ২৭৪/৬ স্কোর দাঁড় করায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতে দুই ওপেনার শচীন এবং শেওয়াগকে হারায় ভারত। কিন্তু এরপরে শ্রীলঙ্কানদের বাজে বোলিং এবং ফিল্ডিংয়ের সুবাদে ম্যাচ জিতে নেয় ভারত।
সেই ম্যাচের কমেন্টেটর ২০১৭ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ের ফাইনাল নিয়ে প্রশ্ন তোলেন। তিনি এই ম্যাচের তদন্তও দাবি করেছিলেন। ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক বলেন, ‘সেই ফাইনাল হারের পর আমার অনেক খারাপ লেগেছিল, তবে একইসঙ্গে মনের মধ্যে সন্দেহেরও সৃষ্টি হয়েছিল। আমাদের অবশ্যই ২০১১ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে কী ঘটেছিল সেটা জানতে তদন্ত করা উচিত। আমি সবকিছু এখন বলতে পারবো না। তবে একদিন নিশ্চয়ই আমি এই নিয়ে মুখ খুলবো। খেলোয়াড়রা নিশ্চয়ই ময়লা ঢাকতে পারবে না।’