নরসিংদীতে শিয়ালের কামড়ে তিন শিশুসহ ছয় জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে রায়পুরা উপজেলার তাত্তাকান্দা, পূর্বপাড়া ও কুড়েরপাড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, তাত্তাকান্দা এলাকার মাসুদ মিয়ার মেয়ে মিতু আক্তার (৯), আলী হোসেনর ছেলে তৌহিদুল ইসলাম (৬), মানিক মিয়ার স্ত্রী রেনু বেগম (৪০), কুড়েরপাড় এলাকার নূর মোহাম্মদের ছেলে ইয়াছিন (৭), মৃত মহব্বত আলীর ছেলে হাছেন ফকির (৫৫) ও পূর্বপাড়া এলাকার আতাউর রহমান (১৬)।
আহতদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার হঠাৎ একটি শিয়াল তাত্তাকান্দা এলাকায় লোকালয়ে ডুকে পড়ে এবং পূর্বপাড়া হয়ে কুড়েরপাড় এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় পথিমধ্যে ওই ছয়জনকে কামড়ে দেয়।
আহতদের ডাক চিৎকার শুনে অন্যান্যরা এগিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।