বেতন বকেয়া ও ঘোষণা ছাড়া কারখানা বন্ধের প্রতিবাদে রাজধানীর দক্ষিণ কমলাপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।
শরিবার (২০ জুন) দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন নিউ নেক্সট গার্মেন্টসের শ্রমিকরা।
বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, ‘কোনো ঘোষণা ছাড়াই গত এক সপ্তাহ ধরে কারখানা বন্ধ করে রাখা হয়েছে। আমাদের মে মাসেরও বেতন বাকি রয়েছে। আজ বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু বেতন নিতে গিয়ে জানতে পারি, কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।’
রাহেলা নামে এক শ্রমিক বলেন, ‘পাঁচ বছর ধরে এখানে কাজ করছি। বেতন না দিয়ে মালিক পক্ষ হঠাৎ কারখানা বন্ধ করে দিয়েছে।’
এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত খান বলেন, ‘বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছেন। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।’