প্রতিবছরের মত এবারও তিস্তার পানি উঠা-নামা করছে আশঙ্কাজনক হারে। একদিনেই তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার থেকে নেমে গিয়ে স্বাভাবিক পর্যায়ের দিকে যাচ্ছে।
লালমনিরহাটে গত কয়েকদিনে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এর সঙ্গে উজান থেকে নেমে আসা পানিতে প্লাবিত হয়েছে বেশকিছু গ্রাম। নদীলাগোয়া রাস্তা-ঘাটও পানির নিচে, ডুবে গেছে ফসলের মাঠ।
শনিবার(২০ জুন) লালমনিরহাটের দোয়ানী পয়েন্টে তিস্তার পানি প্রবাহিত হচ্ছিল ২০ সেন্টিমিটার উপর দিয়ে। দুপুরের দিকে পানি নেমে গিয়ে বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।এই পানি নেমে গিয়ে সন্ধ্যা ৬ টায় বিপদদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি প্রবাহের চাপে হাতিবান্ধার তিস্তাব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।
লালমনিরহাট পানি উনটন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুর কাদের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,সকাল ৬টায় বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও,বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কমতেছিল। সন্ধ্যা ৬ টায় ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।এখন হয়তো বিপৎসীমার নিচে নেমে গেছে।