ভারতে একদিনে রেকর্ড সাড়ে ১৪ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত তা বাড়তে বাড়তে ৪ লাখ ছাড়িয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
এখন পর্যন্ত ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪১২ জন। কোভিড-১৯ রোগে মৃত্যু ১৩ হাজারের কাছাকাছি। শনিবার সকালে দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ৯৫ হাজারের বেশি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, সন্ধ্যা পর্যন্ত আরও ৫ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে।
মহামারি শুরুর পর ১২ হাজার নয়শর বেশি রোগী মারা গেছে প্রাণঘাতী এই ভাইরাসে। সকাল পর্যন্ত সেরে ওঠার হার ছিল ৫৪.১২ শতাংশ।
২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১ লাখ ৮৯ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষা হয়েছে। তাতে টানা তৃতীয় দিন আক্রান্তের রেকর্ড হলো।
দেশের মধ্যে সবচেয়ে মারাত্মক পরিস্থিতি মহারাষ্ট্রে, সেখানে ১ লাখ ২৪ হাজারের বেশি আক্রান্ত। তাদের পরে আছে তামিলনাড়ু ও দিল্লি।
পরিস্থিতি খারাপ হতে থাকায় বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের ভারত থেকে ফিরিয়ে নিচ্ছে এবং দিল্লি ও মুম্বাইয়ের মতো হাসপাতাল রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে।