অর্থ ও মানবপাচার এবং ভিসা বিক্রির অভিযোগে কুয়েতে গ্রেপ্তার সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল ও তার কুয়েতি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ হচ্ছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংককে এ ব্যাপারে অনুরোধ জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর। শনিবার কুয়েতি সংবাদমাধ্যম আরবটাইমস এ তথ্য জানিয়েছে।
সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, পাপুলের মারাফি কুয়েতিয়া কোম্পানির অ্যাকাউন্টে ৫০ লাখ কুয়েতি দিনার (বাংলাদেশি মুদ্রায় ১৩৭ কোটি ৮৮ লাখ ৮৩ টাকা) । এর মধ্যে ৩০ লাখ দিনার হচ্ছে প্রতিষ্ঠানটির মূলধন।
সন্দেহভাজন এই অর্থ যাতে তোলা বা স্থানান্তর করা না যায় এবং আদালতে অপরাধ প্রমাণিত হলে সেগুলো যাতে বাজেয়াপ্ত করা যায়, সেজন্য ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন প্রসিকিউটর।
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুলকে গত ৬ জুন কুয়েতে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তার বিরুদ্ধে তদন্ত চলছে। কুয়েতের দুই সরকারি কর্মকর্তা ও এক স্থানীয়কে ভিসা বাণিজ্যের জন্য বিপুল পরিমাণ ঘুষ দেওয়ার বিষয়টি পাপুল জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।