সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের সাত সদস্যর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২১ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া ব্যক্তিরা হলেন- মো. আব্দুল হান্নান, মেহেদী মোর্শেদ পলাশ, মো. সোহেল হোসেন, হাসান মাহমুদ, মো. নাজমুল হাসান রাজু, মো. রেজাউল ইসলাম ও মো. রবিউল ইসলাম।
শনিবার রাতে গোপন সংবাদ পেয়ে তাদের দক্ষিণ খান থানা এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। এরপর তাদের বিরুদ্ধে দক্ষিণ খান থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।
রোববার সেই মামলায় তাদের সাতজনকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিএমএম আদালতে দক্ষিণ খান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মাহমুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তাদের আটকের পর র্যাব জানায়, তারা ১৯৯৫ সালে মতিন মেহেদী ওরফে মুমিনুল ইসলাম ওরফে মতিন মাহবুব ওরফে মেহেদী হাসান ওরফে মতিনুল হকের নেতৃত্বে ‘আল্লাহর দল’ সংগঠনটি গড়ে তোলে।