সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিমের সিরাজগঞ্জ-১ সংসদীয় আসন ছেড়ে দিতে পারে বিরোধী দল জাতীয় পার্টি। নাসিমের প্রতি সম্মান জানিয়ে মহাজোটের শরীক দল হিসেবে আওয়ামী লীগকেই সমর্থন দেবে জাপা। দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার একজন এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম৷ তিনি পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য৷ আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহচর। মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্রের দায়িত্ব পালন করে গেছেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, পরের বছর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী, পরে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে আবারও আওয়ামী লীগ সরকার গঠন করলে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালনক করেন তিনি। শুধু তাই নয় মহাজোটের শরীকদলগুলোর মধ্যে সমন্বয়কারী হিসেবে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন আওয়ামী লীগের এই বর্ষীয়ান রাজনীতিক। মোহাম্মদ নাসিমের এই আসনে আওয়ামী লীগ তার পরিবারের কাউকে মনোনয়ন দেবে অনেকটাই নিশ্চিত। তাই এ আসনটি ছেড়ে দিতে পারে জাতীয় পার্টি।
নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্য জানান, নাসিমের শূন্য আসনে জাতীয় পার্টি নির্বাচন করবে কিনা এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। নির্বাচনে অংশগ্রহণ, প্রার্থী বাছাইসহ নির্বাচনী কর্মকাণ্ড নিয়ে দলীয় ফোরামেও কোনো আলোচনা হয়নি। তবে তিনি বলেন, ‘উপনির্বাচনে জাতীয় পার্টি প্রার্থী নাও দিতে পারে। কারণ মোহাম্মদ নাসিম শুধু আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা নন, জাতীয় চার নেতার সন্তান। তার সম্মানে হয়তো আসনটি আমাদের ছেড়ে দিতে হবে।’
জানা গেছে, সংসদের বিরোধীদল হলেও জাতীয় পার্টি এখনও মহাজোটের শরীকদল। আর সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনটি বরাবরই আওয়ামী লীগের। বার বার মহাজোটের মনোনীত প্রার্থী ছিলেন মোহাম্মদ নাসিম। নিয়ম অনুযায়ী আওয়ামী লীগের শূন্য আসনে মহাজোটের অন্য কোনো শরীক দলের প্রার্থী দেওয়ার সুযোগ নেই। ওই হিসেবেও আওয়ামী লীগকে সমর্থন জানাতে হবে জাতীয় পার্টিকে। যেভাবে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে তার শূন্য আসনটি তারই ছেলে রাহগির আল মাহে সাদ এরশাদকে ছেড়ে দিতে হয়েছে আওয়ামী লীগকে।
এ প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘করোনা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এই অবস্থায় নির্বাচন করার মতো পরিস্থিতি ও পরিবেশ তৈরি হয়নি। তাছাড়া, এ বিষয়ে আমরা এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি।’
মহাজোটের শরীক হিসেবে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দেওয়া হবে কি না এক প্রশ্নে তিনি বলেন, ‘প্রয়াত মোহাম্মদ নাসিম একজন বর্ষীয়ান রাজনীতিক। তার শূন্য আসনে নির্বাচনে অংশগ্রহণ কিংবা সমর্থনের বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব।’
মোহাম্মদ নাসিম ৭২ বছর বয়সে গত ১৩ জুন রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান। গত ১৮ জুন তার সংসদীয় আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।