ব্যবসায়ী হেলাল উদ্দিন হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রুপম সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২১ জুন) দিনগত মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২২) সকালে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান ওয়ালিদ হোসেন জানান, মূলহোতা রুপম ঘটনার পর থেকেই পলাতক ছিল। রোববার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। মূলত টাকা নিয়ে দ্বন্দ্ব থেকেই হেলালকে খুন করা হয়।
গত ১৫ জুন ব্যবসায়ী হেলাল উদ্দিনকে হত্যার পর তার মরদেহ দুই টুকরো করে দক্ষিণখান ও বিমানবন্দর এলাকায় ফেলে যায় দুর্বৃত্তরা। পুলিশ প্রথমে তার নাভির নিচের অংশ ও পরে বুকের অংশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেন।