ময়মনসিংহে অসহায় দরিদ্র শ্রেণির মানুষের মাঝে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করেছে জেলা প্রশাসন।
সোমবার (২২জুন) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয় ও সদর উপজেলা পরিষদ হল রুমে ২৩৫ জন উপকারভোগীর মাঝে মোট পাঁচ লাখ ৫৯ হাজার টাকার চেক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ও জাতীয় পার্টির ময়মনসিংহ মহানগরের সভাপতি জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।
জাতীয় পার্টির ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি জাহাঙ্গীর আলম জানান, বেগম রওশন এরশাদ শারীরিকভাবে অসুস্থতার কারণে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তার পক্ষে জাতীয়পার্টির নেতাকর্মীদের মাধ্যমে জেলা প্রশাসন অসহায় মানুষের মাঝে চেক বিতরণ করেছেন। বেগম রওশন রশাদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জাহাঙ্গীর আলম।