পূর্ব চীন সাগরের কয়েকটি দ্বীপকে চীন ও জাপান নিজেদের মনে করে৷ জাপানিরা এই দ্বীপগুলোকে সেনকাকু বলে ডাকে৷ আর চীনাদের কাছে এগুলো পরিচিত তিয়াওইউ নামে৷
জাপানের ইশিগাকি শহরের একটি প্রশাসনিক অঞ্চল হচ্ছে টোনোশিরো৷ সেনকাকু দ্বীপগুলো এই অঞ্চলের অন্তর্গত৷ তাই সম্প্রতি এই অঞ্চলটির নাম পরিবর্তন করে টোনোশিরো সেনকাকু করা হয়েছে৷
জাপানের সংবাদমাধ্যম এনএইচকে বলছে, ইশিগাকি শহরের আরেকটি এলাকার নাম টোনোশিরো৷ অর্থাৎ ইশিগাকি শহরের একটি এলাকা ও একটি প্রশাসনিক অঞ্চলের নাম এখন একই, টোনোশিরো৷ এই বিভ্রান্তি দূর করতেই প্রশাসনিক অঞ্চলের নাম পরিবর্তন করে টোনোশিরো সেনকাকু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ আগামী অক্টোবর মাসের ১ তারিখ থেকে এই নাম ব্যবহার শুরু হবে৷
কিন্তু ইশিগাকি শহর কর্তৃপক্ষের এই নাম পরিবর্তন সিদ্ধান্ত মেনে নিতে পারছেনা চীন৷ এবিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘‘এই বিল (যার মাধ্যমে ইশিগাকি শহর কর্তৃপক্ষ নাম পরিবর্তন করেছে) চীনের সার্বভৌমত্বের প্রতি বড় চ্যালেঞ্জ, যা অবৈধ৷ এই দ্বীপ যে চীনের অন্তর্গত তিয়াওইউ দ্বীপ, সে বিষয়ে কোনো বদল এই বিলের ফলে হবে না৷”
মন্ত্রণালয়ের পক্ষে ঝাও লিঝিয়ান বলেন, চীন তার সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে অবিচল৷ এবিষয়ে জাপানের কাছে নালিশও জানিয়েছে তারা৷
এদিকে, সেনকাকু দ্বীপের আরেক দাবিদার তাইওয়ানও জাপানের এই নামবদলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে৷
চীন-জাপান-তাইওয়ানের মধ্যে চলা এই বিতর্ক নতুন করে চীন ও জাপানকে রেষারেষির দিকে ঠেলে দিতে পারে, মনে করছেন অনেকে৷ ডয়চে ভেলে