যুক্তরাষ্ট্রে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার নতুন রেকর্ড হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তালিকা অনুযায়ী বৃহস্পতিবার অন্তত ৩৯ হাজার ৮১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মহামারি শুরুর পর একদিনে এটাই সর্বোচ্চ করোনা পজিটিভের ঘটনা।
যুক্তরাষ্ট্রে লকডাউন শিথিলের পর বেশ কয়েকটি রাজ্যে এই সপ্তাহে সংক্রমণের হার বেড়েছে। টেক্সাস, আলাবামা, আরিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, ইদাহো, মিসিসিপি, মিসৌরি, নেভাদা, ওকলাহোমা, সাউথ ক্যারোলিনা ও উইওমিংয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে।
রয়টার্সের তথ্য মতে, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মোট আক্রান্ত ২৪ লাখ ৩৪ হাজার ২৬৫ জন। বৃহস্পতিবার ২ হাজার ৪৬৪ জনের মৃত্যু হয়েছে, মোট ১ লাখ ২৪ হাজার ৩৬৩।
গত বুধবার ৩৬ হাজারের বেশি নতুন করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে গত ২৪ এপ্রিল ৩৬ হাজার ৪২৬ জন আক্রান্তের রেকর্ড ভাঙেনি। একদিন বাদে তা ভেঙে গেলো।