করোনার সংক্রমণ ঠেকাতে নিয়ম মেনে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, ‘নিয়ম না মানলে করোনা পরিস্থিতি আরও মারাত্মক হতে পারে।’ শুক্রবার (২৬ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইনে স্বাস্থ্য বুলেটিনে তিনি এই সতর্কবার্তা দেন।
নাসিমা সুলতানা বলেন, ‘আমরা চাই না, আর একজনও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করুক। এজন্য মাক্স পরতে হবে। সাবান পানি দিয়ে বারবার হাত ধুতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখাসহ জনসমাগম এড়িয়ে চলতে হবে। আমাদের সব ধাপই একসঙ্গে করতে হবে। একটি একটি করে করলে হবে না।’
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আরও বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার আমাদের এ বিষয়ে সতর্ক করছে। তারা বলেছে, এ নিয়মগুলো না মানলে করোনা আরও অনেক বেড়ে যেতে পারে। করোনা পরিস্থিতি আরও মারাত্মক হতে পারে। আমরা আর মারাত্মক পরিস্থিতির দিকে যেতে চাই না। সবাই সহযোগিতা করুন, নিজেকে সুরক্ষিত রাখুন।’
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৬৬১ জনে। এছাড়া এই সময়ের মধ্যে আরও ৩ হাজার ৮৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জনে দাঁড়িয়েছে।