করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলার সাবেক সভাপতি ওমর ফারুক খান (৫৫) মারা গেছেন।
শুক্রবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে জেলায় করোনায় প্রাণ গেলো ৪৫ জনের।
বগুড়া-৪ আসনের বিএনপির সাংসদ মোশাররফ হোসেন জানান, ওমর ফারুক খান করোনায় আক্রান্ত হয়ে বগুড়ায় চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ছয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে সেখানে তিনি মারা যান।
বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ওমর ফারুক খান করোনায় আক্রান্ত ছিলেন।