রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)।
শনিবার (২৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।
টিইউসির সভাপতি মন্টু ঘোষ ও সাধারণ সম্পাদক জলি তালুকদার এক বিবৃতিতে বলেন, শাসকগোষ্ঠী নয়া উদারনৈতিক নীতি চালিয়ে দেশের রাষ্ট্রায়ত্ত শিল্প খাতকে বহু আগেই জীবন্মৃত করে ফেলেছে। এখন কবরস্থ করতে উদ্যত হয়েছে। রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহ লাভজনক করতে কোনও পদক্ষেপ না নিয়ে বরং লোকসানের দোহাই দিয়ে বন্ধের আয়োজনের বিরুদ্ধে জীবন মরণ লড়াইয়ের অঙ্গীকার করেছে গার্মেন্ট টিইউসি।
নেতারা বলেন, প্রায় ৭০ হাজার শ্রমিক, তাদের পরিবারের অন্তত ৩ লাখ সদস্য এবং পাটচাষী পরিবারের ৩ কোটি মানুষের জীবন পাট শিল্পের সাথে যুক্ত। এই বিপুলসংখ্যক মানুষের জীবন ও জীবিকা ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি দাবি জানানো হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকার পিছু না হটলে গার্মেন্ট শ্রমিকরা পাটকলের শ্রমিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে।
এছাড়াও সংগঠনটি অন্য এক বিবৃতিতে রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ করবে বলে ঘোষণা দিয়েছে।