জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন ড. মো. নজরুল আনোয়ার।
রোববার (২৮ জুন) তিনি বিএসটিআইতে নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সবশেষ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রশাসন, ত্রাণ প্রশাসন ও আইন অনুবিভাগের দায়িত্ব পালন করেন। নজরুল আনোয়ার বিসিএস ১৯৮৫ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি বিএসটিআই কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে বলেন, বিএসটিআইয়ের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাই সাধারণ জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠানের সবাইকে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।