ভুয়া ডাক্তার ও হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে অভিযানে নেমেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৮ জুন) দুপুর ১২টা থেকে মতিঝিলের ইসলামি ব্যাংক হাসপাতালে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়। র্যাব-৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্বে রয়েছেন।
পলাশ বসু বলেন, ‘করোনার সময়ে হাসপাতালগুলোর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের খবর পাওয়া গেছে। এছাড়া ভুয়া ডাক্তার থাকেন বলে গোয়েন্দারা জানিয়েছেন। এজন্য আজ মতিঝিলে ইসলামি ব্যাংক হাসপাতালে অভিযান পরিচালনা করা হচ্ছে।’ অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।