অর্ধশতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গা নদীতে একটি লঞ্চ ডুবে গেছে।
সোমবার (২৯ জুন) সকাল ১০টার দিকে ময়ূর-২ নামে যাত্রীবাহী একটি লঞ্চের সঙ্গে ধাক্কায় মর্নিং বার্ড নামে লঞ্চটি ডুবে যায়।
আজ বেলা সোয়া ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেশ কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
রোজিনা আক্তার বলেন, সকাল ১০টার দিকে ফরাশগঞ্জে শ্যামবাজার এলাকায় যাত্রীবাহী একটি লঞ্চের ধাক্কায় অপর একটি লঞ্চ ডুবে গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করছে।