বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর পৌনে ১২টা পর্যন্ত ডুবে যাওয়া লঞ্চের ১৫ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে নয়জন পুরুষ, তিনজন নারী ও তিন শিশু রয়েছে। এখনো উদ্ধারে অভিযান চলছে।
সকাল ১০টার দিকে ময়ূর-২ নামে যাত্রীবাহী একটি লঞ্চের সঙ্গে ধাক্কায় মর্নিং বার্ড নামে লঞ্চটি ডুবে যায়।