নিখোঁজ স্বজনদের খোঁজে বুড়িগঙ্গা পাড়ে ভিড় করছেন স্বজনরা। কেউ বা এসেছেন মা বা বোনকে খুঁজতে, কেউ বা এসেছেন ভাই কিংবা ছেলেকে খুঁজতে। সেখানে কান্নায় ভেঙে পড়েন তারা।
কাটপট্টি থেকে মামাতো ফুফাতো ভাই মিলে ঢাকা আসছিলেন দুজন। সেই দুজনের একজনের লাশ পাওয়া গেলে আরেকজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তির খোঁজে এসেছেন তার স্বজনরা।
নিখোঁজদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের অনেক পরিবারের চার-পাঁচজন সদস্য এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। প্রিয়জনদের লাশের অপেক্ষায় আছেন তারা।
উদ্ধার অভিযান পরিচালনাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, লঞ্চটি উপুড় হয়ে থাকার কারণে ভেতরে প্রবেশ করা কঠিন হয়ে পড়েছে। তবে লঞ্চের ভেতর আরও মরদেহ রয়েছে। ঝুঁকিপূর্ণ হলেও বাকি লাশ উদ্ধারে এখনো অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে ময়ূর-২ নামে যাত্রীবাহী একটি লঞ্চের সঙ্গে ধাক্কায় মর্নিং বার্ড নামে লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা।