করোনায় সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা দিতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এ পর্যন্ত সারাদেশে দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছি।’ সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে তিনি এই তথ্য জানান।
শেখ হাসিনা বলেন, ‘সারাদেশে ১ কোটি ৫৯ লাখ ৩০ হাজার পরিবারের মাঝে ১ লাখ ৮৪ হাজার ১২২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। নগদ অর্থ বরাদ্দ দিয়েছি প্রায় ১২৩ কোটি টাকা। এই খাতে উপকারভোগী পরিবারের সংখ্যা ৯৫ লাখ ৭৯ হাজার। শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দিয়েছি ২৭ কোটি ১৪ লাখ টাকা। এই খাতে ৭ লাখ ৭৭ হাজার ৫২৫টি পরিবার উপকৃত হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পানে আমাদের যথেষ্ট প্রস্তুতি থাকায় ও দ্রুত ত্রাণ তৎপরতা শুরু করায় পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করতে পেরেছি।’
এবারের বাজেটে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের গুণগত মান উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে উল্লেখ প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী অর্থবছরের মধ্যে দেশের শতভাগ এলাকা বিদ্যুৎ সুবিধার আওতায় চলে আসবে। ভবিষ্যৎ বিনিয়োগ ও চাহিদা মেটাতে ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা নেওয়া হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গুরুত্বপূর্ণ সড়ক/মহাসড়কগুলোকে পর্যায়ক্রমে ৪ লেনে উন্নীতকরণ, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু বাস্তবায়ন, দেশের প্রথম মেট্রোরেল নির্মাণ, কর্ণফুলি নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে।’ এ সকল নির্মাণ কাজ সম্পন্ন হলে তা জাতীয় অর্থনীতির জন্য ব্যাপক সুফল বয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন তিনি।