ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামে পারিবারিক কলহের জের ধরে চাচাত ভাইদের লাঠির আঘাত মারা গেছেন আরেক চাচাত ভাই।
নিহত চাচাত ভাইয়ের নাম ওমর আলী (২০)। সোমবার (২৯ জুন) রাত নয়টার দিকে যশোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামে পারিবারিক কলহের জের ধরে চাচাত ভাইদের লাঠির আঘাত ও পিটিয়ে কৃষক ওমর আলীকে হত্যা করা হয়েছে। নিহত ওমর আলী একই গ্রামের শফি আলীর ছেলে।
কালীগঞ্জের বারোবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ শিকদার মনিরুল ইসলাম জানান, সোমবার বিকালে মোল্লা ডাঙ্গা গ্রামের কৃষক ওমর আলী ও তার অপর দুই চাচাত ভাই আল মামুন ও আলামিনের সাথে বাড়ি করা নিয়ে বিরোধ শুরু হয়। তর্ক-বির্তকের সময়ে একপর্যায়ে দুই ভাই ওমর আলীকে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এ সময় স্বজনেরা ওমর আলীকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ভাই পলাতক রয়েছেন। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান বারোবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ।