ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিএনজি অটোরিকশায় বহন করার সময় ৩০ কেজি গাঁজাসহ ১ যুবককে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে রাসেল মিয়া (২৫) নামের এই যুবককে আটক করা হয়। রাসেল সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার নেওয়াজ মিয়ার ছেলে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক, অ্যাডিশনাল এসপি রাফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, তিনি ও স্কোয়াড কমান্ডার ডিডি চন্দন দেবনাথ আজ সকালে সরাইলের পূর্ব-কুট্টাপাড়া বড় হুজুরের বাড়ির সামনের সড়ক থেকে সিএনজি অটোরিকশাসহ রাসেলকে আটক করা হয়। পরে তার সিএনজি অটোরিকশা তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক রাসেলের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা বলে জানান এই র্যাব কর্মকর্তা।