সারাদেশে বন্যার পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের জন্য মঙ্গলবার পানি সম্পদ মন্ত্রণালয় একটি কন্ট্রোল রুম চালু করেছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ বলেন, যে কেউ ০১৩১৮-২৩৪৫৬০ নম্বরের মাধ্যমে কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।
সম্প্রতি নীলফামারী, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, গাইবান্ধা, সুনামগঞ্জ, সিলেটসহ দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে। তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা, যাদুকাটা, সুরমা নদীতে পানির স্তর উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং মঙ্গলবার পর্যন্ত এসব নদীতে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ইতোমধ্যে, রেডিও ও যোগাযোগের জন্য বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) উত্তরাঞ্চলে সাতটি কমিউনিটি রেডিও স্টেশন চালু করেছে। ক্ষয়ক্ষতি কমাতে লোকদের সতর্ক করতে তারা বন্যার পরিস্থিতি নিয়ে অনুষ্ঠান সম্প্রচার শুরু করেছে। ইউএনবি