নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪১৩ জনে।
বুধবার (১ জুলাই) নরসিংদীর সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন- নরসিংদী সদর উপজেলায় ৮ জন, রায়পুরা উপজেলায় ২ জন, পলাশ উপজেলায় ২ জন, মনোহরদী উপজেলায় ২ জন ও বেলাব উপজেলায় ১ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানায়, এ পর্যন্ত নরসিংদী জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ২৯ জনের, ফলাফল পাওয়া গেছে ৬ হাজার ৮৪৫ জনের।
জেলায় এ পর্যন্ত আক্রান্ত ১৪১৩ জনের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৮৯৭ জন, পলাশ উপজেলায় ১২২ জন, শিবপুর উপজেলায় ১২৯ জন, রায়পুরা উপজেলায় ১০৮ জন, মনোহরদী উপজেলায় ৭৬ জন ও বেলাবো উপজেলায় ৮১ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এখন পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ৪৩৫ জন, হাসপাতালে আইসোলেশনে আছেন ১৯ জন ও আইসোলেশন মুক্ত হয়েছেন ৯২৪ জন।
জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫ জন। এর মধ্যে নরসিংদী সদরে ২২ জন, বেলাব উপজেলায় ৪ জন, রায়পুরায় ৪ জন, পলাশে ২ জন, মনোহরদীতে ২ জন ও শিবপুরে ১ জন।