সিলেট জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। এর মধ্যে মঙ্গলবার (৩০ জুন) শনাক্ত হয়েছেন ৮৮ জন।
সিলেটের দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে। এ নিয়ে বুধবার (০১ জুলাই) সকাল পর্যন্ত মোট শনাক্ত হলেন ২ হাজার ৫৪৮ জন। একই সময় পর্যন্ত মারা গেছেন ৫৯ জন; আর সুস্থ হয়েছেন ৪০২ জন।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট সদর ও সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দাই বেশি। এদের মধ্যে ছয়জন চিকিৎসকও রয়েছেন।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, ‘মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট ও সুনামগঞ্জ জেলার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৬ জনের করোনা পজিটিভ আসে।
নতুন শনাক্ত হওয়া এই ২৬ জনের মধ্যে সিলেট জেলার ১৬ জন আর বাকি ১০ জন সুনামগঞ্জ জেলার বলে জানান তিনি।
৫ এপ্রিল সিলেট জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হন। ১৫ এপ্রিল প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। গত ২৬ জুন জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়ায়। এরপর মাত্র পাঁচদিনেই আরও ৫৪৮ জন করোনায় আক্রান্ত হলেন।