চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নে দুই শিশুকন্যাকে হত্যা করে বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। বুধবার ভোর রাতে ভান্ডারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন টুকু বড়ুয়া (১৪) ও নিশু বড়ুয়া (১১)। তাদের বাবার নাম মোখেন্দু বড়ুয়া।
দুই মেয়েকে গলা টিপে হত্যার পর মোখেন্দু বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান বলে প্রতিবেশীরা জানিয়েছেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বিস্তারিত কিছু না জানিয়ে বলেন, ‘দুটি খুনের ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।’
স্থানীয় ইউপি সদস্য মোঃ ইউসূফ জানান, মোখেন্দু ঢাকায় চাকরি করেন। পাঁচ বছর আগে তার স্ত্রী মারা যান। দুই মেয়ে নানার বাড়িতে থাকত। করোনা পরিস্থিতির কারণে দুই মাস আগে মোখেন্দু শ্বশুর বাড়িতে আসেন। গতকাল রাতে বা আজ ভোরে তিনি দুই মেয়েকে হত্যা করে নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।