এক সপ্তাহ আগে গত শনিবার বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটিতে পৌঁছায়। ৭ দিন পর সেই সংখ্যা গিয়ে দাঁড়ালো ১ কোটি ১০ লাখে। প্রতিদিন ১ লাখের বেশি করোনা শনাক্ত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স ও জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকা অনুযায়ী শনিবার সকাল পর্যন্ত আক্রান্ত ১ কোটি ১০ লাখ ৪৮ হাজার ৫০৯ জন। তার মধ্যে ২৭ লাখ ৯৩ হাজারের বেশি আক্রান্ত নিয়ে সবার উপরে যুক্তরাষ্ট্র। দেশটির সঙ্গে পাল্লা দিয়ে হু হু করে বাড়ছে ব্রাজিলে আক্রান্তের সংখ্যা, ১৫ লাখ ৩৯ হাজারের বেশি।
সাড়ে ছয় লাখের বেশি আক্রান্ত নিয়ে তৃতীয় স্থানে রাশিয়া। আর চতুর্থ স্থানে থাকা ভারতে করোনা রোগী ৬ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। প্রায় তিন লাখ আক্রান্ত নিয়ে পাঁচ নম্বরে পেরু।
আক্রান্তে উপরের দিকে থাকা এই দেশগুলো লকডাউন শিথিল করার মাশুল গুনছে বেশ ভালোভাবে। আমেরিকায় শুক্রবার ৫৩ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। গত কয়েকদিন ধরে দৈনিক পঞ্চাশ হাজারের বেশি আক্রান্ত হচ্ছে দেশটিতে।
প্রাণহানিতেও যুক্তরাষ্ট্র সবার উপরে। সেখানে মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৪৩০ জন। বিশ্বে মোট মৃত্যু ৫ লাখ ২৪ হাজার ৫৭৭ জন। প্রাণঘাতী ভাইরাস ব্রাজিলে ৬১ হাজারের বেশি জীবন কেড়ে নিয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, ৫৮ লাখ ৪৯ হাজার ২৮৭ জন মানুষ সুস্থ হয়েছেন। সবচেয়ে বেশি সুস্থ মানুষের সংখ্যা ব্রাজিলে, ৯ লাখ ৮৪ হাজার ৬১৫ জন। ৭ লাখ ৯০ হাজার আমেরিকান সুস্থ হছেন। রাশিয়ায় ৪ লাখ ৩৭ হাজারের বেশি ও ভারতে সুস্থতার সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার পেরিয়ে গেছে।