বিশ্ব স্বাস্থ্য সংস্থা শনিবার একদিনে ২ লাখ ১২ হাজার ৩২৬ জন মানুষের করোনায় আক্রান্তের তথ্য জানিয়েছে। গত এক সপ্তাহের মধ্যে বিশ্বে একদিনে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা এটি।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২৮ জুন নতুন করে ১ লাখ ৮৯ হাজার ৭৭ জনের করোনায় আক্রান্তের তথ্য জানিয়েছিল। এটি ওই সময় একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড ছিল।
শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দৈনন্দিন আক্রান্তের তালিকায় যথারীতি শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। এরপরেই ভারতের অবস্থান। বিশ্বে করোনায় দৈনন্দিন মৃতের সংখ্যা বৃদ্ধির হার পাঁচ হাজারের মধ্যেই রয়েছে।
২ লাখ ১২ হাজার ৩২৬ জনের মধ্যে ১ লাখ ১৩ হাজার ৯৫৪ জন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের। যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৫৪ হাজার ৯০৪ জন। ব্রাজিলে ৩৫ হাজার ৩৫ জন ও ভারতে ২৪ হাজার ১৫ জন।
করোনার সংক্রমণ নিয়ে তথ্যপ্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারের হিসেবে, বিশ্বে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ৩৩ হাজার।