টাঙ্গাইলে বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় ২০ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে জেলায় শুক্রবার সকাল পর্যন্ত কোয়ারেন্টাইনের আওতায় আনা হলো মোট এক হাজার ৭৯১ জন প্রবসীকে।
এছাড়া নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় হোম কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেয়া হয়েছে এক হাজার ৪৪৬ জনকে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৪৫ জন এবং আইসোলেশনে রয়েছেন একজন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
অন্যদিকে জেলা প্রশাসনের কার্যালয় থেকে জানানো হয়েছে, টাঙ্গাইলে এ পর্যন্ত ১২ হাজার ৬৩০টি পরিবারকে ১০৯ দশমিক আট মেট্রিকটন চাল সহায়তা দেয়া হয়েছে। এখনো খাদ্য মজুদ রয়েছে ৪৭৩ মেট্রিকটন।
এছাড়া সাত হাজার ৭৯০টি পরিবারের মাঝে ১৫ লাখ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আর এখনো সাড়ে ১১ লাখ টাকা বিতরণের জন্য মজুদ রয়েছে।