ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার মেরেঙ্গা বাজারের কাছে গরুবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিদের মধ্যে অটোরিকশার চালকও রয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে নিয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হন এর চালক।
নান্দাইল হাইওয়ে থানা সূত্রে জানা যায়, নিহত ব্যক্তিরা হচ্ছেন উপজেলার সিংরইল ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের ফাইজুল ইসলামের ছেলে অটোরিকশাচালক হানিফ মিয়া (২৮), যাত্রী রেনু মিয়ার ছেলে আরিফ মিয়া (২৬) ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাদাতপুর গ্রামের রমজানের ছেলে নয়ন মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, গরুবোঝাই ট্রাকটি দ্রুতবেগে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। অন্যদিকে, অটোরিকশাটি নান্দাইলের দিকে আসছিল। মেরেঙ্গা বাজারের কাছে চরপাড়া এলাকায় দুটি যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এর এক যাত্রী নিহত হন। অপর যাত্রীকে কিশোরগঞ্জ ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে পাঠানোর পর সেখানে তাঁর মৃত্যু হয়।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছেন।