মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায় এক ইন্সুরেন্স কর্মীকে ধর্ষণ ও সেই ঘটনার ভিডিও ধারণ করায় মো. মুন্না ভূইয়া (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. আনিচুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার (৬ জুলাই) রাতে নিজ এলাকা সিপাহীপাড়া থেকে মুন্নাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, গত ২৩ জুন দুপুরে বন্ধুত্বের সম্পর্কের সুবাদে ওই নারীকে কফি হাউজে নিয়ে যান মুন্না। সেখানে আরও দুই বন্ধুর সহযোগিতায় তাকে ধর্ষণ করে এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে রাখে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. আনিচুর রহমান বলেন, ‘সিপাহীপাড়ায় এলাকার ওই ইন্সুরেন্স কর্মীকে ধর্ষণ করে গোপনে ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করার হুমকি দেয় ধর্ষক মুন্না। এ বিষয়ে ধর্ষিতা মুন্সীগঞ্জ সদর থানায় মামলা রুজু করলে সোমবার রাতেই মুন্না ভূইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশ মাঠে থেকে অভিযান চালাচ্ছে।