করোনার থাবায় বিধ্বস্ত দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। দেশটির রাস্তায় পড়ে আছে পচা-গলা লাশ আর লাশ। বন্দরনগরী গুয়াকুইলের রাস্তা ও বাসাবাড়ি থেকে করোনায় মারা যাওয়া অন্তত ৪০০ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
সরকার সতর্ক করে দিয়ে বলেছে, আগামী মাসগুলোতে নগরী ও আশপাশের এলাকায় সাড়ে তিন হাজারের বেশি মানুষ মারা যাওয়ার আশঙ্কা রয়েছে।
মূলত কতজন আক্রান্ত হয়েছে তার কোন সঠিক পরিসংখ্যান নেই। যদিও সরকারি বরাতে জানা যায়, দুই হাজার ৭০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন যার মধ্যে ৯৩ মারা গেছে।
কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি ও কফিন কিনতে মানুষের ভিড় দেখে বুঝা যায় প্রকৃত সংখ্যা তার চেয় বেশি।
জানা গেছে, দেশটির বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে অজ্ঞাত লাশ পড়ে আছে এবং রোগীর চাপে ক্লিনিকগুলো খুবই খারাপ অবস্থায় রয়েছে।
গুয়াকিলের বাসিন্দা হেক্টর গালারজার ধারণা, রাস্তায় পড়ে থাকা লাশগুলো সম্ভবত শহরের দরিদ্র মানুষদের। কোভিড -১৯ রোগে মারা যাওয়ার কারণে লাশগুলো এখন “আতঙ্ক” তৈরি করছে।
রয়টার্সের একজন রিপোর্টার নীল রঙের প্লাস্টিকে মোড়ানো ফুটপাতে একজন ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন বলে জানিয়েছেন।
ইকুয়েডরের জাতীয় নার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে যে তাদের ৩৭০ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং পাঁচজন মারা গেছেন। দ্য সান।