কোভিড-১৯ এর কারণে মালদ্বীপের রাজধানী মালেতে আটকে পড়া ১৫৭ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট।
শুক্রবার (১০ জুলাই) যাত্রীদের নিয়ে সন্ধ্যা ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়।
বাংলাদেশ ও মালদ্বীপ সরকারের সহযোগিতায় মালে থেকে শুক্রবার আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনলো এয়ারলাইন্সটি।
এরইমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স কোভিড-১৯ সময়ে চেন্নাই, কলকাতা, দিল্লি, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।