সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করায় খুলনা ও কুষ্টিয়া থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) খুলনার খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম ও ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামাল বিষয়টি নিশ্চিত করেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে Anjon das নামের ফেসবুক আইডি থেকে একটি গ্রুপ কমেন্টস বক্সে মহানবী মোহাম্মদ (সঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করে অঞ্জন দাস (২২)। যা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে মহানগরীর মোংলা বন্দর কর্তৃপক্ষের আবাসিক এলাকার সামনে থেকে খালিশপুর থানা পুলিশ তাকে আটক করে।
এ ঘটনায় মোংলা পোর্ট আবাসিক কলোনির বাসিন্দা মো. শাজাহান মিয়ার ছেলে জোবায়ের আব্দুল্লাহ বাদি হয়ে অঞ্জন দাসের বিরুদ্ধে শুক্রবার খালিশপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। যার ধারা ২৮/৩১।
আটক অঞ্জন দাস নগরীর খালিশপুরের মোংলা পোর্ট আবাসিক এলাকার নিরাপদ দাস ও অজন্তা দাসের ছেলে।
এদিকে কুষ্টিয়ার ভেড়ামারায় হযরত মুহাম্মদ (সঃ) কে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় নারায়ণ কর্মকার নামের একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) সকালে তাকে ভেড়ামারা মোকারিমপুর মুন্সিগেট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
নারায়ণ কর্মকার ভেড়ামারা মোকারিমপুর মুন্সিগেট এলাকার সুবোদচন্দ্র কর্মকারের ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামাল জানান, মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে কটূক্তি করে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয় নারায়ণ কর্মকার। এ ঘটনায় বৃহস্পতিবার (৯ জুলাই) ভেড়ামারা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যার নম্বর-০৭। পরে তাকে গ্রেপ্তার করা হয়।