করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ এনে আন্দোলন করছে সার্বিয়ার জনগন। টানা চতুর্থ দিনের মতো চলে তাদের আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি। যেখানে হাজার হাজার মানুষ অংশ নেয়। সেখান থেকে শনিবার (১১ জুলাই) ৭১ জন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। খবর আল জাজিরার।
দেশটির সংসদ ভবনের সামনে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। চলে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা। এতে ১৪ জন পুলিশ আহত হয়েছেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ বিক্ষোভ ও আন্দোলনে এ পর্যন্ত ১৩০ জন পুলিশ আহত হয়েছেন।
এ পর্যন্ত কতোজন আন্দোলনকারী আহত হয়েছেন সে তথ্য অবশ্য পুলিশ দেয়নি।
সার্বিয়ায় এ পর্যন্ত ১৮ হাজার ৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩৮২ জন। সেরে উঠেছে ১৩ হাজার ৭৮০ জন।
গেল ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ৩৪৫ জন। আর মারা গেছে ১২ জন।