করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে এক লাখ ইউরো অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্দোলনে সাড়া জাগানো সুইডেনের কিশোরী কর্মী গ্রেটা থুনবার্গ।
ব্রাজিলিয়ান অ্যামাজনের মাধ্যমে অনুদানের এ অর্থ দেওয়া হবে বলে টুইটারে নিজের অ্যাকাউন্টের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।
মানবতার জন্য ‘গুলবেঙ্কিয়ান পুরস্কার’ পাওয়ার ঘোষণা আসার পরই কোভিড-১৯ প্রতিরোধে অর্থ অনুদান দেওয়ার ঘোষণা দিলেন জলবায়ু পরিবর্তন রুখতে আন্তর্জাতিক আন্দোলনের প্রতীক হয়ে ওঠা এ কিশোরী। পুরস্কারের অর্থ হিসাবে তিনি পাবেন ১০ লাখ ইউরো।
এছাড়া স্টপ ইকোসাইড ফাউন্ডেশন নামের আরেকটি সংগঠনকেও তাদের কাজে সহযোগিতার জন্য আরও এক লাখ ইউরো অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি।
টুইটার অ্যাকাউন্টে এ সংক্রান্ত এক ভিডিও পোস্টে তিনি এও বলেন, পুরস্কারের পুরো অর্থ তিনি অনুদান হিসেবে দেবেন। যদিও বাকি অর্থ কোথায়, কীভাবে দেবেন সে বিষয়ে বিস্তারিত বলেননি।
তিনি বলেন, পুরস্কারের যে অর্থ আমাকে দেওয়া হয়েছে, তা কল্পনারও বাইরে। তবে আমি পুরো অর্থই আমার সংস্থার মাধ্যমে বিভিন্ন সংস্থা এবং প্রকল্পে অনুদান হিসেবে দিয়ে দেবো; যারা মানুষের সহায়তায় সামনে থেকে কাজ করে যাচ্ছেন, জলবায়ু সংকট ও পরিবেশগত সংকটের মাধ্যমে প্রভাবিত হয়েছেন।