বন্ধ হওয়া পাটকলগুলোর শ্রমিকদের গত জুন মাসের এক সপ্তাহের বকেয়া মজুরি, ৬০ দিনের নোটিশ মেয়াদের মজুরি এবং অপরিশোধিত নববর্ষ ভাতা পরিশোধের জন্য ৮০ কোটি ৭৯ লাখ টাকার বরাদ্দ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দ করা এ অর্থ শ্রমিকদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে।
মঙ্গলবার (২১ জুলাই) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার এ তথ্য জানিয়েছেন।
২০২০-২১ অর্থবছরের বাজেটে ‘পরিচালন ঋণ’ খাত থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) অনুকূলে ‘পরিচালন ঋণ’ হিসেবে ৮০ কোটি ৭৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয় থেকে সম্প্রতি পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, আগামী ২০ বছরে (৫ বছরের গ্রেস পিরিয়ডসহ) ৫ শতাংশ সুদে ষান্মাসিক কিস্তিতে এ অর্থ পরিশোধ করতে হবে। এজন্য অর্থ বিভাগের সঙ্গে বিজেএমসিকে ঋণচুক্তি করতে হবে। চিঠিতে বিশেষভাবে বলা হয়েছে, বরাদ্দ দেওয়া অর্থ বর্ণিত খাত ছাড়া অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করতে হবে। বিধিবহির্ভূতভাবে অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী থাকবেন।