সরকারের নির্দেশনা অনুসারে যে সব বিদেশি নাগরিক বাংলাদেশে ১৪ দিনের বেশি অবস্থান করেছেন, তাদের ফ্লাইট ছাড়ার ৭২ ঘণ্টা মধ্যে করোনাভাইরাসের জন্য পিসিআর পরীক্ষা করাতে হবে।
মঙ্গলবার (২১ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটির জনসংযোগ দপ্তরের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশযাত্রীদের জন্য কোভিড পরীক্ষার সনদ বাধ্যতামূলক করা হয়েছে। ২৩ জুলাই (বৃহস্পতিবার) থেকে এ আদেশ কার্যকর হবে। কোভিড টেস্ট করানোর জন্য ১৬ সরকারি হাসপাতাল বা প্রতিষ্ঠান নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
বিমান সূত্র জানায়, সরকার ঘোষিত কোভিড-১৯ পরীক্ষা সংক্রান্ত কিছু নির্দেশনা প্রতিপালনের জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
১। যাত্রার ৭২ ঘণ্টার আগে কোনো নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট ডেলিভারি নেওয়ার ব্যবস্থা করতে হবে।
২। নমুনা দেওয়ার সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকিট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
৩। কোভিড-১৯ পরীক্ষার জন্য নির্দিষ্টকরা পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সেখানকার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা দেবেন।
৪। নমুনা দেওয়ার পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন।
৫। বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ পাওয়ার জন্য ল্যাবে গিয়ে নমুনা দেওয়ার ক্ষেত্রে ৩৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০ টাকা ফি দিতে হবে।