বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সর্বপ্রথম প্রকাশিত দৈনিক সংবাদপত্র দৈনিক জাহান প্রকাশক ও সম্পাদক এবং ময়মনসিংহ প্রেসকাবের সাবেক সহ-সভাপতি অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন (৬৫) করোনায় আক্রান্ত হয়ে রবিবার বেলা ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ মেডিকেলের ডেডিকেটেড করোনা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে এক পূত্র, ২কণ্যা, ভাই-বোন, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর আল মবিন রোডস্থ পিতার কবরের পাশে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছে তার পরিবার। অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন নেত্রকোণার মোহনগঞ্জ বিশিষ্ট সমাজ সেবক ও চিকিৎসক মরহুম ডাঃ বদর উদ্দিন আহমেদ এর কণ্যা।
গত ২৬ জুন স্ট্রোকজনিত কারনে প্রথমে তাকে সিবিএমসিবির আইসিইউতে এবং চিকিৎসাধীন অবস্থায় দ্বিতীয়বারের মতো স্ট্রোক হলে গত ১৮ জুলাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর সেখানে ১৯ জুলাই তার কোভিড পজিটিভ হলে তাকে মচিমহার ডেডিকেটেড কোভিড হাসপাতালের আইসিইউতে স্থানানৃতর করা হয়। তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিক ছিলো।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ময়মনসিংহ প্রেসকাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শোক জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, সিটি মেয়র ইকরামুল হক টিটু, নাজিম উদ্দিন আহমেদ এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিষ্ট (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক এঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, সহ-সভাপতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আমিনুল হক শামীম, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগ’র সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ, মহানগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, জেলা জাসদ সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট এসএম সাদিক হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পাটির জেলা সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত, মহানগর শাখার সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি শংকর সাহা, পরিবেশ রা ও উন্নয়ন আন্দোলনের সাধারণ সম্পাদক এডভোকেট শিব্বির আহমেদ লিটন, ময়মনসিংহ প্রেসকাব সাধারণ সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়য়নের (এমইউজে) সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, টেলিভিশন জার্ণালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি শরীফুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক আবু সালেহ মো: মুসা, সিটি প্রেসকাবের সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক মতিউল আলম, নিউজ চ্যানেল জার্ণালিস্ট এসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ, সহ-সভাপতি রাকিবুল হাসান রুবেল, সাধারণ সম্পাদক হোসাইন শাহিদসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ###