বৃহত্তর ময়মনসিংহের সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে প্রনোদনার চেক বিতরণ
করোনার এই মহামারীতে সাংবাদিকরাই হচ্ছে প্রথম সারির যোদ্ধা… তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ
ময়মনসিংহ ব্যুরো
তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি বলেছেন, করোনায় এই মহামারীতে সাংবাদিকরাই হচ্ছে প্রথম সারির যোদ্ধা। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সকলকে সমান চোখে দেখেন বলেই দল মত নির্বিশেষে সকল সাংবাদিকদের সহায়তা করে যাচ্ছেন।
রবিবার সন্ধ্যায় বিএফএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহযোগিতা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন আয়োজিত বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে বরাদ্ধকৃত প্রনোদনার চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে ৬৪ জেলায় ৫ হাজার সাংবাদিকদেরকে আর্থিকভাবে সহায়তা করেছেন। যা বিতরণ চলমান। প্রতিমন্ত্রী বলেন, প্রথম পর্যাায়ে ৫ হাজার সাংবাদিকদের মাঝে এই আর্থিক সহায়াতার চেক বিতরণ চলছে। আরো ১০ হাজার উপজেলা পর্যায়ে সাংবাদিককে এই তহবিল থেকে আর্থিক সহায়তা দেযা হবে। প্রতিমন্ত্রী ময়মনসিংহ প্রেসকাবকে অতিসত্বর ২০টি কম্পিউটার ও একটি ল্যাব দেয়ার ঘোষণা দেন ।
তিনি ডিজিটাল আইন সম্পর্কে বলেছেন, সরকার কাউকে শায়েস্তা করার জন্য, কাউকে হেনস্থা করার জন্য বা কারো উপর ব্যবস্থা গ্রহনের জন্য করেছে একথা ঠিক না। আমাদের এরকম কোন ইল মোটিভ নাই। কারন সরকার অতন্ত্য সতর্কতার সাথে চিন্তা করে আমাদের কোন ভুল সিদ্ধান্ত জাতি বা মানুষকে কিংবা কোন ব্যক্তিকে আঘাত করুক, সরকার এটা চায় না, প্রধানমন্ত্রী এটা চায় না।
তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান বলেন, মধ্যবিত্ত দেশ হয়েও বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা করোনা দুযোর্গকালীণ সময়ে সর্ব্বোচ্য উজাড় করে দেশের মানুষের পাশে দাড়িয়েছেন। যা এই উপমহাদেশে বা বিশ্বের নজির নেই। তথ্য প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাস বিশ্ব মহামারি। এই মহামারিতে সকল শ্রেণী পেশার মানুষ তিগ্রস্থ হয়েছে। প্রধানমন্ত্রী তিগ্রস্থদেরকে আর্থিকভাবে সহায়তায় করে আসছে। এই করোনাকালীন সময়ে সম্মুখসারির যোদ্ধা গণমাধ্যমকর্মীদেরকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে পিআইবি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মাধ্যমে সহায়তা করে আসছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুর্যোগকালীন সময়ে সহায়তা করে আবারো প্রমাণ করলেন তিনি মমতাময়ী মা।
ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে এবং বিএফইউজে’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ প্রেসকাবের সাধারণ সম্পাদক অমিত রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, প্রেসকাবের সহ-সভাপতি ডা. কে আর ইসলাম, টাঙ্গাইল প্রেসকাবের সভাপতি জাফর আহমেদ, জামালপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক লুফর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার ৭১ জনসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ৬ জেলার শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও ময়মনসিংহ) ১৮৩ জন সাংবাদিকের মাঝে প্রত্যেককে দশ হাজার টাকার চেক তুলে দেন। ###