করোনা প্রতিরোধ ও মোকাবেলায় সর্বসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত ও বাধ্যতামূলক করতে এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে ময়মনসিংহ জেলার ২০ হাজার পয়েন্ট থেকে একযোগে মাস্ক বিতরণের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার বেলা ১১টায় পৃথকভাবে বিভাগীয় কার্যালয়ের সামনে মাস্ক বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কামরুল হাসান এবং সিটি কর্পোরেশনের সামনে থেকে উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। এসময় জেলা প্রশাসক মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ প্রেসকাবের সাধারণ সম্পাদক অমিত রায় প্রমুখ উপস্থিত ছিলেন। ###