ময়মনসিংহ প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সাবেক সহ-সভাপতি, নাসিরাবাদ কলেজের সাবেক অধ্যক্ষ, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ রিয়াজুল ইসলাম (৮০) আর নেই। সোমবার ২৯ জুন দিবাগত রাত ১২টা ০৫ মিনিটে ঢাকার হাইটেক মাল্টিকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যধিতে ভোগছিলেন। তাঁর মৃত্যুতে ময়মনসিংহ প্রেসক্লাব গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে।
ময়মনসিংহ প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ মুহম্মদ রিয়াজুল ইসলাম (৮০) এর মরদেহ বেলা পৌনে ১২ টায় প্রেসক্লাব চত্তরে আনা হলে সেখানে বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
প্রথমে ময়মনসিংহ প্রেসক্লাবের সহসভাপতি ডা. কেআর ইসলাম ও এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, সাধাবন সম্পাদক অমিত রায়, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সহসভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাবেক সাধারন সম্পাদক আতাউল করিম খোকন, এডভোকেট মোজাম্মেল হক, মীর গোলাম মোস্তফা ও শেখ মহিউদ্দিন আহমেদসহ ক্লাব সদস্যবৃন্দ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা যুবলীগ আহবায়ক এডভোকেট আজহারুল ইসলাম, মহিলা পরিষদ সভানেত্রী মনিরা সুলতানা অনুসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এরপর মরদেহ জামালপুর জেলায় ফুলকোচা হরিনাপাই গ্রামের নিজ বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেলে পারিবারিক গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।
এরআগে মঙ্গলবার বেলা ১১টায় আকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান, প্রেসক্লাবের সহসভাপতি ডা. কেআর ইসলাম ও এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, সাধারন সম্পাদক অমিত রায়, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সিপিবি’র সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহবায়ক জেলা যুবলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ গোলাম সরওয়ার, নাসিরাবাদ কলেজের শিক্ষক অধ্যাপক জালাল উদ্দিন, সুজন জেলা শাখার সম্পাদক ইয়াজদানী কোরায়শী কাজলসহ বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্টজনরা অংশগ্রহন করেন। ###