বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নড়াইল ও বিলডোরা ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বৃহস্পতিবার দিনভর হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নের আলিশাবাজার ঘাট থেকে ট্রলার যোগে পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত বঘমার বিন্নাকান্দা, খরাকান্দা, নওগাঁওসহ কয়েকটি এলাকায় ত্রাণ বিতরণকালে বন্যায় তিগ্রস্তদের পর্যাপ্ত ত্রাণ ও আর্থিক সহযোগিতা প্রদানসহ কৃষি পুনর্বাসনের পদপে নেয়ার দাবি জানান বিএনপির এই নেতা।
এসময় হালুয়াঘাট উপজেলা বিএনপির জয়নাল আবেদীন ফকির, শহীদুল হক খান সুজন, আনোয়ার হোসেন, মোস্তাক আলম রুবেল, হুমায়ুন কবির, রুস্তম আলী, মওলানা ফরিদ হোসেন, দেলোয়ার হোসেন, শ্রমিকদলের আহŸায়ক আব্দুল গণি, মশিউজ্জামান, যুবদলের মোতালেব হোসেন, সজীব হোসেন নয়ন, স্বেচ্ছাসেবকদলের আবদুল্লাহ আল মামুন, ছাত্রদলের মির্জা ফয়সাল আহমেদ রনি, তাজবির হোসেন, আনিসুর রহমান, এমদাদুল হক অনন্ত, অন্তর আকন্দ, শরিফুল ইসলাম জাহিদ, গোলাম রাব্বানী, লোকমান হাসান সোহেল, আল আমিন হৃদয়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##