জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন পালন করেছে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ।
সকালে শীববাড়িস্থ মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ এমপি। এসময় সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামূল আলম উপস্থিত ছিলেন। বিকেলে কালিবাড়ীস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পণ করেন। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর শাখার সহ-সভাপতি ইকরামুল হক টিটু প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধুসহ পরিবারের নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত এবং তবারক বিতরণ করা হয়। ###