ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে সার্কিট হাউজ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সংরতি আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, সিটি কর্পোরেশনের মেয়র ইকরামূল হক টিটু, বিভাগীয় কমিশনার কামরুল হাসান, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম গালিভ খান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, র্যাব-১৪ এর পরিচালক লে. কর্ণেল এফতেখার উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম এবং ময়মনসিংহ প্রেসকাবের সাধারন সম্পাদক অমিত রায়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। এদিকে টাউন হল এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু।
এরআগে সকালে কালিবাড়িস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এবং শীববাড়িস্থ মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের নেতৃত্বে অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ###