জয়পুরহাটে প্রতিমা রানী নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার জয়পুরহাট সদর উপজেলার রাঘবপুরে একটি বাশঁ ঝাড় থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত প্রতিমা রানী সদর উপজেলার রাঘবপুর গ্রামের মতিন সিং এর মেয়ে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খান জানান, প্রতিমা গতকাল সন্ধ্যার পর বাসা থেকে বের হয়। পরে সকালে স্থানীয়রা বাঁশ ঝাড়ে লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয় । পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। পূর্ব শক্রতার জের ধরে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।